• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্যান্ডেলের মধ্যে ডলার, পাসপোর্টযাত্রী আটক

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৩:০১
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট

স্যান্ডেলের মধ্যে করে ২২ হাজার ৫শ‘ মার্কিন ডলার (বাংলাদেশী ১৮ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা) পাচার করে আনার সময় যশোরের বেনাপোল চেকপোস্টের সাদিপুর মোড় থেকে মাহমুদুল হাসান লিটন (৩৫) নামে এক মুদ্রা পাচারকারী পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত মাহামুদুল হাসান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বৈবাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার পাসপোর্ট নং বিকিউ- ০১৪২৪১৪। সে ভারত থেকে ডলারগুলো বাংরাদেশে পাচার করে নিসে আসে। 

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওহাব জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নিজস্ব গোয়েন্দা আব্দুল করিম সিপাই নজরুল ইসলামকে নিয়ে লিটন নামে এক পাসপোর্টযাত্রীকে ক্যাম্পে ডেকে আনে। পরে তার পায়ের স্যান্ডেল এর মধ্য থেকে ২২ হাজার ৫শ‘ মার্কিন ডলার উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, আটককৃত লিটনকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত