• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার

প্রকাশ:  ০৯ আগস্ট ২০২৫, ০৯:৩৪
এম. মতিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রিন্ট

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় পালিয়ে যায় তাদের ৩ সহযোগী। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট বাজারের আইয়ুব খানের মিষ্টির দোকানের পশ্চিম কোনা থেকে  তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ রুবেল(২৪)। সে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফেরীঘাট এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। অপরজন হচ্ছে হাটহাজারী উপজেলার মদনপুর ইউনিয়নের  রশিপাড়ার নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম প্রকাশ নাঈম(২১)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারের এর নেতৃত্বে ও উপপরিদর্শক মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কাটারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাদের মোট সদস্য ছিল পাঁচজন। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধামাইরহাট বাজার থেকে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই, বাকি ৩জন পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় ৩৯৯/৪০২ ধারায় পেনাল কোডে মামলা রুজু করে একইদিন দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।'