বেনাপোলে মৃগনাভী কস্তুুরিসহ পাচারকারী আটক
যশোরের বেনাপোলে বুধবার সকালে ভারতীয় মৃগনাভী কস্তুুরিসহ জসিম মিয়া (৩৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক জসিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মালেক মিয়ার ছেলে।
আমড়াখালী বিজিবি চেকপোষ্টের হাবিলদার নুরুল ইসলাম জানান, ওই যাত্রী ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। এসময় আমড়াখালী বিজিবি চেকপোস্টে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ মৃগনাভী কস্তুুরি পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, প্রাথমিক ভাবে খোঁজ নিয়ে জানা গেছে ওই যাত্রী একজন গ্রাম্য কবিরাজ। তবে তার বিষয়ে বিস্তারিত আরো খোঁজখবর নেওয়া হচ্ছে। দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।