শ্রীপুরে পিকআপ চাপায় নারী শ্রমিকের মৃত্যু
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৭, ১২:৪৯
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে পিকআপ চাপায় হুসনে আরা (২৫) নামে স্পিনিং মিল কারখানার এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া ৬টায় উপজেলার নয়নপুর এলাকার জাবের স্পিনিং মিল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসনে আরা ওই কারখানার কাটিং শাখার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন পূর্বপশ্চিমকে জানান, জাবের স্পিনিং কারখানার শ্রমিক হুসনে আরা রাতের শিফটে কাজ করছিলেন। কারখানা সকাল ৬টায় ছুটি হলে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতের স্বজনরা খবর পেয়ে মরদেহ নিয়ে যায়।