• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে খাজা ইউনুস আলী নার্সিংয়ের ছাত্রীদের শোক

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১১:৩৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী নার্সিং ইন্সিটিটিউটের ছাত্রী লিমা খাতুন (২১) সড়ক দুর্ঘটনায় নিহতের খবরে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত লিমা খাজা ইউনুস আলী নার্সিং ইন্সিটিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও পাবনা জেলার চাটমোহর উপজেলার বোয়ালমারি গ্রামের রইচ হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে পাবনা থেকে ঢাকাগামী এস.কে.পি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০৪২৮) জেলার এনায়েরপুর হয়ে বেলকুচি দিয়ে যাবার পথে তামাই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় লিমাসহ বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩৫) ঘটনাস্থলে মারা যায়। এসময় আরো দুই যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত লিমার সহপাঠী হুসনেয়ারা, মুন্নি ও হালিমা খাতুন আখি পূর্বপশ্চিমকে জানান, মেধাবী শিক্ষার্থী লিমা ছিল নম্র ও ভদ্র। সে নিয়মিত সকল ভালো কাজে থাকতো সবার আগে। লিমার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। লিমার জন্য আল্লাহুর কাছে দোয়া করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। 

এদিকে ঘাতক বাসটিসহ চালক পাবনা জেলা ভাঙ্গুড়ার থানার বোনাইনগর ফরিদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল মমিনকে (৩৭) আটক করেছে পুলিশ।

সর্বাধিক পঠিত