• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও আতশবাজি উদ্ধার, আটক ১

প্রকাশ:  ২১ জুলাই ২০২৫, ১১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রোববার (২০ জুলাই ২০২৫)  বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. হৃদয় হাসান (২৪) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজি উদ্ধার করা হয়। 
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো. হৃদয় হাসান (২৪) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী, চোরাকারবারিদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলো। র‌্যাব-১১-এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক  ও চোরাচালানের বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।