• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||
  • আর্কাইভ

মানহীন রড দিয়ে তৈরি হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১১:১০ | আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১১:২৬
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য নির্মাণাধীন দশতলা ভবনের আট তলার কাজে বুয়েট পরীক্ষায় মান উত্তীর্ণ নয় এমন রড ব্যবহার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের আট তলার ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে বিএসআই কোম্পানির পরিবর্তে মেগন্যাম কোম্পানির রড। এই কোম্পানির রডে বুয়েট পরীক্ষাগারেই ধরা পড়েছিল ত্রুটি। তখন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের স্পষ্ট করেই বলা হয়েছিল মেগন্যাম কোম্পানির রড ভবন নির্মাণে অযোগ্য। তবুও সেই রড দিয়েই চলছে নির্মাণকাজ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পূর্বপশ্চিমকে বলেন, এ ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও প্রকৌশলীদের নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের নির্মাণাধীন ভবনের কাজ দেখতে গিয়েছিলাম। সেখানে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা সবগুলো রড মানহীন নয়, তবে সেখানে মিক্স রড পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে যেগুলো মানহীন রড রয়েছে এই রডগুলো না সরানো পর্যন্ত এ কাজ বন্ধ থাকবে।

প্রসঙ্গত, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন নামে দুটি একাডেমিক ভবন ১০ তলা ফাউন্ডেশনসহ ৭৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ চলছে। পরিকল্পনা মোতাবেক ২০১৮ সালের জুন মাসে ১০ তলা ভবনের দুটি কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সর্বাধিক পঠিত