সাটুরিয়ায় যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
মানিকগঞ্জের সাটুরিয়ায় যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বালিয়াটী ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার ও উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ শেষে জমিদার বাড়ীর সামনে বিক্ষোভ সমাবেশ করে।
সাটুরিয়া উপজেলা যুবলীগ নেতা রফিকুজ্জামান জুয়েলের উপর মঙ্গলবার সকালে মানিকগঞ্জ টেনারি মোড়ে অতর্কিত হামলার প্রতিবাদে এই সমাবেশে বক্তব্য রাখেন বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক সরদার আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস আলী, সাবেক যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল হক সোহেলে, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সাটুরিয়া যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, বালিয়াটী বাজারের সভাপতি ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া ছাত্র লীগের সভাপতি মুহীত, সাবেক সাধারণ সম্পাদক সাইফুজ্জামান দাউদসহ আরো অনেকে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মীরা অংশ নেয়।