• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেনীতে কারেন্ট জাল ও জাটকা জব্দ

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৯:২২
ফেনী প্রতিনিধি
প্রিন্ট

ফেনীর দাগনভূঞায় নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মো. শামসুল আলম পাটোয়ারীর নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওইদিন সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম পাটোয়ারীর নের্তৃত্বে পৌর শহরের জাল বিক্রির দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় মজুমদার ট্রেডার্স থেকে ২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে ৩০ হাজার টাকা মূল্যের জব্দকৃত নতুন কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী মো. রিয়াজুর রহমান অংশ নেন। একইদিন দুপুরে রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সী মাছ বাজারে অভিযান চালিয়ে স্থানীয় মাছের আড়তের ফ্রিজ থেকে প্রতিটি ৩ শ গ্রাম ওজনের ৫ কেজি ইলিশ জব্দ করে তা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। তবে ক্ষমা চাওয়ায় অপরাধীদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

উপজেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মো. শামসুল আলম পাটোয়ারী নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ জব্দের তথ্য নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত