জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
জয়পুরহাট জেলা শহরের শিল্পকলা একাডেমি এলাকায় ও জেলার আক্কেলপুর উপজেলার কাঠালতলী এলাকায় দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, আজ(মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে নওগাঁর ধামুইরহাট থেকে জয়পুরহাটে আসার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। এতে ৪৫/৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হওয়া ছাড়াও নওগাঁর ধামইরহাট উপজেলার চানপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাজনুন নাহার নামে আরো এক নারী নিহত হয়েছে।
তিনি আরো জানান, এই দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরো ১৫ জন যাত্রী। পুলিশ ও স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন।
অপরদিকে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, উপজেলার কাঠালতলী এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত রুহল আমিন (৪০) নামে এক ইউপি সদস্য চিকিৎসাধী অবস্থায় গত রাত সাড়ে ১১টার দিকে মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। নিহত রুহল আমিন জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের সদস্য ও একই উপজেলার বালুকা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
তিনি আরো জানান, আহতরা চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি ফিরে গেছেন।
এসএম