• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শায়েস্তাগঞ্জে ইদ্রিছ মাস্টারের স্মরণ সভা

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৫:৫৭
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. ইদ্রিছ মিয়া মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ স্বরণ সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ শাখা। 

সংগঠনের সভাপতি মঈনুল হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় ইদ্রিছ মাস্টারের কর্মময় জীবনের উপর আলোচনা করেন পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. নাছির উদ্দীন।

বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর মো. আব্দুল জলিল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ আলী, মোজাহের উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধাংশু চন্দ্র দাস, পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজেল প্রভাষক সাহাব উদ্দিন, সহকারী শিক্ষিকা তাহমিনা বেগম, মাওলানা জুবায়ের আহমেদ, সংগঠনের উপদেষ্টা সৈয়দ ইকবাল, সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরী শাকিম, বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. শফিক মিয়া মাষ্টার, যুগ্ম সম্পাদক সুজন চৌধুরী, স্বপ্না আক্তার, ক্রীড়া সম্পাদক নুর আলম, আল আমিন সোহাগ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অলিউর রহমান, এডভোকেট শেখ জনি প্রমুখ। 

পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপনা করে দোয়া করা হয়।

সর্বাধিক পঠিত