সিলেট ক্লাবের সেক্রেটারি মুহিতুল বারীর পিতা আফরোজ মিয়া আর নেই
সিলেটের বিশিষ্ট ব্যাবসায়ী মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ফাষ্টলিড সিকিউরিটিসের ডিএমডি, সিলেট ক্লাব লি: এর সেক্রেটারি, সিলেট মেট্রোপলিটান চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা পরিচালক, সিলট্রেক গ্রুপের চেয়ারম্যান মুহিতুল বারীর বাবা জনাব আফরোজ মিয়া, বয়স ৯৬, আজ সকাল ১১:১৫ মি: সিলেট নুরজাহান পলি ক্লিনিকে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজের জানাজা আজ বাদ আছর মঈনপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। তিনি দক্ষিণ ছাতকের সর্বজন শ্রদ্ধেয়, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, মঈনপুর জনতা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, দোলারবাজার মাদ্রাসা'র সাবেক সভাপতি, বিশিষ্ট ফুটবলার ও ক্রীড়া সংগঠক, উনার হাত ধরে দক্ষিণ ছাতকে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয় উনি বিভিন্ন সামাজিক সংগঠন গড়ে তোলেন, অত্র এলাকার যাবতীয় শালিশের ন্যায় বিচারক ছিলেন।