• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত’

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১২:০৭
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন জেলা প্রশাসক। সেই সঙ্গে এই দফতরের কোনো কাজে কোনো ধরণের ঘুষ গ্রহণ হয় না বলে জানিয়ে দেন জেলা প্রশাসক।

রোববার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে ‘আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত’ স্লোগান সম্বলিত একটি সাইনবোর্ড লাগিয়ে দেন জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ভবনের দাফতরিক কোনো কাজে কোনো ধরণের ঘুষ গ্রহণ করা হয় না। এরপরও যদি সাধারণ মানুষকে সেবা দিতে কোনো ধরণের দুর্নীতি বা ভোগান্তির শিকার হতে হয় তবে সরাসরি জেলা প্রশাসক ড. মাছুমুর রহমানের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান বলেন, আমার দফতরকে দুর্নীতিমুক্ত ঘোষণা করে এই সাইনবোর্ড লাগানো হয়েছে। পরবর্তীতে জেলার সকল দফতরকে দুর্নীতিমুক্ত ঘোষণা করে সাইনবোর্ড লাগানো হবে।

তিনি আরো বলেন, এরপরও যদি কেউ দুর্নীতির শিকার হন বা কারও কাছ থেকে ঘুষ ও অবৈধ সুবিধা কেউ দাবি করে সেক্ষেত্রে হটলাইন (৩৩৩) অথবা জেলা প্রশাসকের সরকারি নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।

দুর্নীতি দমনে জেলা প্রশাসকের এমন ব্যতক্রমী উদ্যোগ ও জেলা প্রশাসকের কার্যালয়ে এমন সাইনবোর্ড লাগানোকে স্বাগত জানিয়েছে জেলার সাধারণ মানুষ।