রোহিঙ্গাদের দেড় লাখ টাকা দিল শার্শার কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতি
কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া মিয়ানমারের নির্যাতিত মুসলিম রোহিঙ্গাদের জন্য এক লাখ ৬০ হাজার টাকার অনুদান দিয়েছেন যশোরের শার্শা উপজেলা কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
উখিয়া ডিগ্রি কলেজে স্থাপিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাশেদের কাছে রোববার এই অর্থ প্রদান করা হয়। এর আগে বেনাপোল থেকে উপজেলা কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কক্সবাজার যান।
প্রতিনিধিদলে ছিলেন কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতির সদস্য তালহা, আশরাফুল, ডাবলু, মোস্তফা, আসাদুল, মালেক প্রমুখ।
নজরুল ইসলাম জানান, শরণার্থী শিবিরে পৌঁছানোর পর সেখানকার স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন শরণার্থী শিবির ঘুরে দেখেন।
তিনি বলেন, শার্শা উপজেলার বিত্তবান মানুষেরা এই অসহায় রোহিঙ্গাদের যেন পাশে এসে দাঁড়ায়।