• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ২১:৩৬
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট

ভারতে অহিংস আন্দোলনের প্রবর্তক মহাত্মা গান্ধীর ১৪৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতে ছুটি থাকায় সোমবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে কোনো আমদানি-রফতানি হয়নি। তবে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে স্বাভাবিকভাবে কাজ হয়েছে। পাসপোর্ট যাত্রীও চলাচল রয়েছে স্বাভাবিক।

এর আগে ভারতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন আমদানি-রফতানি বন্ধ ছিল।

টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকায় বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় পচনশীল পণ্যসহ শত শত ট্রাক আটকে আছে ভারতীয় পেট্রাপোল বন্দর এলাকায়। অন্যদিকে রফতানি পণ্য নিয়ে বাংলাদেশি ট্রাকও দাঁড়িয়ে আছে বেনাপোল চেকপোস্টসহ আশেপাশের এলাকায়। বাংলাদেশের সিংহভাগ শিল্প কলকারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রির ৯০ ভাগই কাঁচামাল বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গান্ধীজীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার কোনো আমদানি-রফতানি হবে না। এর আগে দুর্গাপূজার কারণে ৫দিন বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মাওলা জানান, ওপারে দুর্গাপূজা ও গান্ধীজীর জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন এ পথে কোনো আমদানি-রফতানি হয়নি। মঙ্গলবার সকাল থেকে দু‘দেশের মধ্যে আবারো আমদানি-রফতানি চলবে। তবে কাস্টম হাউজে কাজকর্ম স্বাভাবিক গতিতে চলছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, ভারতে দুর্গাপূজা ও মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে। বন্দরে মালামাল লোড আনলোডসহ পণ্য খালাস প্রক্রিয়া অব্যাহত আছে।

সর্বাধিক পঠিত