• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টাঙ্গাইলে আ.লীগ নেতা ও চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশীট

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ২১:১০
তপু আহম্মেদ, টাঙ্গাইল
প্রিন্ট

টাঙ্গাইলের মির্জাপুরে ভিজিএফের চাল আত্মসাতের মামলায় উপজেলার আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পাঁচ ইউপি সদস্য ও দুই চাল ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু তদন্ত শেষে সোমবার টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম অভিযোগপত্র জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন, আনাইতারা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ মিয়া, ৪নং ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিন, ৫নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন ও সংরক্ষিত (নারী) ১নং ওয়ার্ডের সদস্য ফিরোজা বেগম এবং আটিয়া মাহমুদপুর বাজারের চাল ব্যবসায়ী হাফিজুর রহমান ও ধলু মিয়া।

এদের প্রত্যেকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সরকারি চাল আত্মসাৎ করে মজুদ এবং বিক্রি ও বিক্রির কাজে সহায়তার অভিযোগ আনা হয়েছে। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, ২০১৬ সালের ২৪ নভেম্বর মির্জাপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আনাইতারা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন পরিত্যাক্ত পোষ্ট অফিস ভবন এবং আটিয়া মাহমুদপুর বাজারে অভিযান পরিচালনা করে দুই চাল ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ হাজার ৯০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করেন।

ওই দিনই মির্জাপুর থানার এসআই কমল সরকার বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। অভিযোগপত্রভুক্ত আসামি চাল ব্যবসায়ী ধলু মিয়া গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তিনি দোষ স্বীকার করে আদালতে জাবানবন্দি দিয়েছেন।

অপর চাল ব্যবসায়ী আসামী হাফিজুর রহমান গ্রেফতার হলেও পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্তি পান। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামি পলাতক রয়েছেন বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।