প্রেমের ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে রাতভর ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষিতা ওই গৃহবধূ নিজে বাদী হয়ে গতকাল রোববার রাতে ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজহার থেকে জানা যায়, উপজেলার খলিশা কোটাল গ্রামের মনছুর আলীর মেয়ে গৃহবধূ মুন্নী বেগমের (২৩) একমাস আগে শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাট নয়াটারী গ্রামের মহির উদ্দিনের ছেলে নাজমুলের সাথে বিয়ে হয়। মন্নী বেগম গত কয়েকদিন আগে স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ী খলিশা কোঠাল গ্রামে আসেন। মুন্নীর সাথে র্দীঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে উপজেলার নওদাবশ গ্রামের মকছেদুল হকের ছেলে এবি আল-আমিনের (২৫) সঙ্গে। মুন্নী প্রেমের সম্পর্ক গোপন রেখে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে।
অন্যদিকে প্রেমিকার বিয়ের কথা জানতে পেরে শনিবার রাত ৯ টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে ফুসলীয়ে আল আমিন তার ভাতিজা রিপন মিয়ার (১৯) সহযোগিতায় খড়িবাড়ী বাজার সংলগ্ন টিন শেড ‘সুর সপ্তক সংগীত একাডেমি’ ঘরে এনে রাতভর ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ তার প্রেমিককে বিয়ের ব্যাপারে চাপ দিলে তাকে বড়ভিটা বাজারের পাঁকা রাস্তার মাথায় রেখে পালিয়ে যায়।
ধর্ষকের সহযোগী রিপন মিয়া নওদাবশ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফুয়াদ রুহানী জানান, ধর্ষক ও তার ভাতিজার নামে মামলা করা হয়েছে।