• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ত্রিশালে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১৬:০৯
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট

ময়মনসিংহের ত্রিশালে দুপুরে নিখোঁজ হওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে পুকুর থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের ২নং ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে আশরাফ আলী (১৯) রোববার দুপুরে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা দিনভর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তাকে পায়নি। রাতে আশরাফের এক সহপাঠি তার মাকে জানায় দুপুরে উপজেলা পরিষদের পুকুরে তাকে গোসল করতে দেখেছে।

ওই সহপাঠীর কথা শুনেই তার মা সহ পরিবারের সদস্যরা ছুটে আসেন উপজেলা পরিষদের পুকুর পাড়ে। পরে রাত সাড়ে ১১টার দিকে পুকুরে লাশ ভেসে থাকতে দেখে উদ্ধার করা হয় তাকে। সে ত্রিশাল নজরুল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিহতের চাচা শহীদ জানান, নিহত আশরাফ সাঁতার কাটতে জানতো না হয়তোবা পুকুরে নেমে আর উঠতে পারেনি। ওসি জাকিউর রহমান জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত