• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নাইট মিনি ক্রিকেট ফাইনালে শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব ৫০ রানে জয়ী

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানে শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ রাতে চাঁদপুর জেলা মতলবে উপজেলার খাদেরগাঁও  ইউনিয়নের  গোল মাঠে মিনি ক্রিকেট ফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায়  ভাই বন্ধু  স্পোটিং ক্লাবকে হারিয়ে জয় লাভ করেছে শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাবের জয়। খেলায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ ও যুবক-বৃদ্ধ সকলে এই ম্যাচটি উপভোগ করেন। ক্যাপ্টেন হিসেবে দায়িত্বে ছিলেন  মো:ইব্রাহিম শেখ ও সাকিব শেখ। ম্যাচের দায়িত্বে  ছিলেন মুর্তজা ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্যানেল চেয়ারম্যান  শেখ সেলিম, উপস্থিত ছিলেন  শেখ ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি ওমর ফারুক শাহিন ও সাধারণ সম্পাদক রাসেল শেখ, উপস্থিত ছিলেন  যার হাত ধরে শেখ ফাউন্ডেশন স্পোটিং ক্লাব শুরু হয়  জিসান শেখ

বক্তারা বলেন, শ্রদ্ধার সাথে আর স্মরণ করতেছি যাদের অবদানে শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাবের আজকে জয়। বিশেষ করে আন্তরিকভাবে ধন্যবাদ শেখ মানিক, শেখ জাহিদ, শেখ রুবেল, শেখ শামীম,  শেখ জহির শেখ সজীব,  শেখ  রাকিব শেখ ফয়সাল, শেখ রিপাত, শেখ ফারুক শেখ  রেজওয়ান
ম্যাচের স্পনসর হিসেবে রয়েছে : শেখ ফাউন্ডেশন/আশার আলো অর্গানাইজেশন।

সর্বাধিক পঠিত