• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ জাতীয় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ॥ প্রধান অতিথি শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে চাঁদপুরে আজ অনুষ্ঠিত হবে কাবাডি প্রতিযোগিতার সেমি-ফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণ। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় ২৫ বৃহস্পতিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ৩দিনব্যাপী এ প্রতিযোগিতার আজ শেষ দিন। এ প্রতিযোগিতায় সেমি-ফাইনালে উঠেছে সিলেট, বি-বাড়িয়া, মৌলভীবাজার ও স্বাগতিক চাঁদপুর জেলা দল। সেমি-ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন মৌলভীবাজার ও ‘খ’ গ্রুপের রানারআপ বি-বাড়িয়া। ২য় সেমি-ফাইনালে অংশ নিবে ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন স্বাগতিক চাঁদপুর ও ‘ক’ গ্রুপের রানার আপ সিলেট। এই ৪টি দলের থেকে যে দু’ দল জয়ী হবে তারাই আজ বিকেলে ফাইনাল খেলায় অংশ নেবে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জেলা দলগুলো হচ্ছে চাঁদপুর, হাবিগঞ্জ, সিলেট, ফেনি, নরসিংদী, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া।

 

 

সর্বাধিক পঠিত