• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৭ মার্চ আউটার স্টেডিয়ামে বিকেএসপির তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় বাছাই

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চলতি মাসের ২৭ তারিখ থেকেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপির) তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০১৯ শুরু হচ্ছে। দেশের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে ৮টি বিভাগের প্রতিটি জেলায় এ খেলোয়াড় বাছাই কার্যক্রম চলবে।
এরই প্রেক্ষিতে আগামী ৭ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর আউটার স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ভলিবল, সাঁতার, শুটিং, আরচারি, বক্সিং, জুডো, কারাতে, তায়কোয়ান্ডো, উশু, জিমন্যাস্টিক, টেবিল টেনিসসহ মোট ১৭টি খেলায় অনূর্ধ্ব ৮ থেকে ১২ বছর বয়সী বালক-বালিকাদের প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে।
বাছাই কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে চাঁদপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত সকল ক্লাব হতে আগামী ৭ মার্চ সকাল সাড়ে ৮টার মধ্যে ৮ থেকে ১২ বছর বয়সী ছেলেমেয়েদেরকে স্ব-স্ব খেলার সরঞ্জামসহ আউটার স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
জেলা পর্যায়ের তৃণমূল প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমে বিকেএসপি থেকে আগত বিভিন্ন ইভেন্টের প্রশিক্ষকগণ উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।
উল্লেখ্য, এর আগেও আউটার স্টেডিয়ামে বেশ কয়েকবার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কিছু ইভেন্টের প্রশিক্ষণার্থীরা বিকেএসপিতে অনুশীলন করছেন।

 

সর্বাধিক পঠিত