• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

জেলা দল গঠনকল্পে ৩০ জানুয়ারি স্টেডিয়ামে বাছাই কার্যক্রম

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০১৯, ১১:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ফেনীতে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এ টুর্নামেন্টে অংশ নিবে। ২০১৮ সালে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো স্বাগতিক চাঁদপুর জেলা ফুটবল দল।
    ফেনীতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নিবে চাঁদপুর জেলা ফুটবল দল। আর এ জেলা দল গঠনকল্পে ৩০ জানুয়ারি চাঁদপুর স্টেডিয়ামে ফুটবলার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, জেলা দল গঠনকল্পে যারা বাছাই কার্যক্রমে অংশ নিবেন তাদেরকে ওই দিন দুপুর আড়াইটার মধ্যে খেলার সরঞ্জামসহ জেলা ফুটবল দলের কোচ ও সাবেক ফুটবলার ইউসুফ বকাউলের নিকট রিপোর্ট করতে হবে।
    জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সাধারণ সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী জানান, আমরা জেলা দল গঠনের লক্ষ্যে তারিখ নির্ধারণ করেছি। ওইদিন যে সমস্ত খেলোয়াড় মাঠে উপস্থিত থাকবেন তাদেরকে নিয়েই দল গঠন করা হবে। এ ছাড়া চাঁদপুর জেলার বাসিন্দা যারা ঢাকার বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলছেন তারাও আমাদের জেলা দলের হয়ে বিভাগীয় কমিশনার কাপে অংশ নিতে পারবেন। আমরা ইতিমধ্যে ঢাকাস্থ চাঁদপুরের ফুটবলারদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। আর বাছাই কার্যক্রম হওয়ার পরই চাঁদপুর স্টেডিয়ামে জেলা দলের ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু হবে।
    

 

সর্বাধিক পঠিত