বাংলাদেশ প্রিমিয়ার লিগ- রাজশাহীকে হারিয়ে শীর্ষে চিটাগাং ভাইকিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ২৭তম ম্যাচে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে চিটাগাং ভাইকিংস। বুধবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটের বিনিময়ে রাজশাহীর সংগ্রহ ১৫৭ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় চিটাগাং।মিরপুরে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। ওপেনিংয়ে নেমে সৌম্য ৩ ও মার্শাল আইয়ুব ১ রান করে আউট হন।দলীয় ৮ রানের মাথায় দুই উইকেট হারায় রাজশাহী। এরপর রায়ান টেন ডেসকাটেকে সঙ্গে জুটি গড়েন আরেক ওপেনার লরি ইভান্স। তবে ২৮ রানে ফেরেন ডেসকাটে। পরে জাকির হোসেন ফেরেন ৫ রানে।
এরপর ক্রিস্টিয়ান জোঙ্কার সঙ্গে আবার জুটি গড়েন ইভান্স। ৭৪ রানে ফেরেন ইভান্স। ৫৬ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। ইভান্সের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। জোঙ্কারের সঙ্গে মিরাজের ৩৮ রানের জুটিতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান। ইনিংস শেষে দুইজনই অপরাজিত থাকেন।চিটাগংয়ের খালেদ আহমেদ দুটি উইকেট নেন। পাশাপাশি ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম ও আবু রায়েদ রাহী নেন একটি করে উইকেট।জবাবে চিটাগাংয়ের পক্ষে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন মোহাম্মদ শাহজাদ ও ক্যামেরন ডেলপোর্ট। ক্যামেরন ডেলপোর্ট ১ ও ইয়াসির আলী ৩ রান করে আউট হন। ওপেনার মোহাম্মদ শাহজাদ ২৫ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ৩০ রানেই ৩ উইকেট হারায় চিটাগাং। এরপর নাজিবুল্লাহ জাদরানের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। জাদরান ফেরেন ২৩ রানে। জাদরানের পর ব্যাটিংয়ে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে সঙ্গে নিয়ে ৩৯ বলে ৬ বাউন্ডারির ঝড়ো ইনিংস খেলে অর্ধশতক তুলে নেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ও অধিনায়ক। শেষ পর্যন্ত মুশফিক ৬৪ রান এবং মোসাদ্দেক ৪৩ রানে অপরাজিত থাকেন।রাজশাহীর হয়ে ৪ ওভারে সর্বোচ্চ ৩ উইকেট নেন আরাফাত সানি। একটি উইকেট নেন মিরাজ।ইত্তেফাক