• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চট্টগ্রামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা

কাল ফেনীর সাথে খেলবে চাঁদপুর

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০১৯, ১১:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ভেন্যুতে চলছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের প্রতিযোগিতা। চট্টগ্রাম ভেন্যুতে খেলছে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল। প্রথম রাউন্ডে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ও চট্টগ্রাম মহিলা কমপ্লেক্সে বান্দরবান ও কক্সবাজারের সাথে পরপর দু’টি ম্যাচেই জয়লাভ করে চাঁদপুর জেলা ক্রিকেট দল। আর এ জয়ের ফলে প্রতিযোগিতার সেমি-ফাইনালে উঠেছে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল।
আগামীকাল সোমবার চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে প্রতিযোগিতার প্রথম সেমি-ফাইনালে ফেনী জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের সাথে খেলতে মাঠে নামবে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল। চাঁদপুর জেলা ক্রিকেট দলের ১৮ জন্য সদস্য ইতিমধ্যে রোববার ভোরে মেঘনা ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দলের কোচের দায়িত্বে রয়েছেন নজরুল ইসলাম।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলো : আব্দুল মোতালেব, তামিম শেখ, রাকিব হোসাইন, বিস্ময়কর, অনুরাগ মিত্র, জুম্মান পাটওয়ারী, হৃদয় মিজি, নাসির আহমেদ, জুবায়ের, মোঃ আলী, সায়েম হোসাইন, অর্নব, সিয়াম, মেহেদী , তরুণ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেব হোসেনের সাথে আলাপকালে তারা বলেন, আমাদের দলটি খুব ভালো মানের খেলোয়াড় নিয়ে গঠন করা হয়েছে। আশা করি প্রথম পর্বের খেলাগুলোর মতো আমাদের খেলোয়াড়রা তাদের খেলার ধারবাবাহিকতা ধরে রাখতে পারলে অবশ্যই আমরা ফাইনালে খেলবো। এজন্যে আমরা জেলাবাসীর কাছে দোয়া প্রত্যাশা করছি।

 

সর্বাধিক পঠিত