দুই হাত ভরে গেছে এমবাপ্পের!
রাফায়েল ভারান ও এন্টন গ্রিজম্যানকে পেছনে ফেলে কিলিয়ান এমবাপ্পের মাথায় উঠল ২০১৮ সালের সেরা ফরাসি ফুটবলারের মুকুট। ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষিত পুরস্কারটির জন্য ক্লাব ও জাতীয় দলের পক্ষে দুরন্ত ফর্মে বছরটি কাটানো ২০ বছর বয়সী এমবাপ্পেই ছিলেন ফেভারিট।
প্রাপ্তির দিক থেকে গত ১২ মাসে দু-হাত ভরে গেছে এমবাপ্পের। ক্লাবদল প্যারিস সেন্ট জার্মেইয়ের পক্ষে ঘরোয়া পর্যায়ে ট্রেবল জিতেছেন। আর গত জুন-জুলাইয়ে রাশিয়া বিশ্বকাপে আসে সেরা সাফল্য।
এমবাপ্পের হাত ধরে দ্বিতীয়বারের মতো বিশ্বজয় করে ফরাসিরা। বিশ্বকাপে অবিশ্বাস্য দ্রুতগতিময় আক্রমণ আর ফিনিশিং করার দক্ষতার কারণে পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নেন এমবাপ্পে। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে করেন দর্শনীয় এক গোল।
এমবাপ্পের জন্য ব্যক্তিগত অর্জনে ২০১৮ সাল ছিল পয়মন্ত। ক্লাব ও জাতীয় দলের হয়ে এ বছর মোট ৩০টি গোল করেন এই এটাকিং মিডফিল্ডার। এমন পারফর্ম্যান্সের কারণে ফিফার এ বছর থেকে চালু করা বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ খেলোয়াড়ের কোপা ট্রফিও জিতে নেন এমবাপ্পে।