• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের ময়নামতি অঞ্চলের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

দলগত চ্যাম্পিয়ন কুমিল্লার শশীদল কলেজ ও রানার আপ ব্রাহ্মণবাড়িয়ার লাউর ফতেহ্পুর কলেজ

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়নামতি অঞ্চলে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন শশীদল আলহাজ¦ মোহাম্মদ আবু তাহের কলেজ  ও রানারআপ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাধীন লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ। গতকাল সোমবার চাঁদপুর স্টেডিয়ামে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার ৫৩টি কলেজের সহ¯্রাধিক শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চাঁদপুর সরকারি কলেজের আয়োজনে সোমবার সকালে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম। বিকেলে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন ভূঁইয়া।
তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। তাই তোমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকেও সমানভাবে গুরুত্ব দেবে বলে আমি মনে করি। চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেনের সভাপ্রধানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অসিত বরণ দাস ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলা বিভগীয় প্রধান মোঃ আজিম উদ্দিন, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান, অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রভাষক মোঃ আরিফ উল্লাহ, সেলিনা পারভীন, সহযোগী অধ্যাপক জালাল উদ্দিন, বেদারুল আলম ও শরীর চর্চা শিক্ষক স্বপন কুমার সাহা। ময়নামতি অঞ্চলের ৫৩টির কলেজের শিক্ষার্থীরা ২৩টি ইভেন্টে অংশ নেয়। দলগতভাবে শশীদল আলহাজ¦ মোঃ আবু তাহের কলেজ চ্যাম্পিয়ন ও রানার আপ হয় লাউর ফতেপুর কলেজ।

 

 

সর্বাধিক পঠিত