• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শতরানের জুটি গড়ে বিচ্ছিন্ন ইমরুল

প্রকাশ:  ২২ নভেম্বর ২০১৮, ১২:৫৫ | আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১২:৫৬
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

প্রথম ওভারের তৃতীয় ওভারেই ধাক্কা খেল টসজয়ী বাংলাদেশ। কেমার রোচের বলে সৌম্য সরকার উইকেটের পেছনে ক্যাচ দিলেন উইকেটরক্ষক শেন ডরউইচের হাতে। তিনি অবশ্য স্কোরারকে একেবারেই সমস্যায় ফেলেননি রান-টান করে। তবে সৌম্যর বিদায়ের পর স্কোরারদের ব্যস্ত রেখেছিলেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। সৌম্য শূন্য রানে ফিরে দলকে যে বিপদে ফেলে দিয়ে গিয়েছিলেন, ইমরুল আর মুমিনুল সে বিপদ আপাতত সামালে উঠেছিলেন প্রায়। কিন্তু মধ্যাহ্ন বিরতির ঠিক আগের বলে ইমরুল জোমেলো ওয়ারিকানের বলে সুনীল অ্যামব্রিসকে ক্যাচ দিয়ে ফিরেছেন ইমরুল বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০৫। ইমরুল আউট হয়েছেন ৪৪ রান করে।
মুমিনুল অবশ্য ফিফটি পেয়ে গেছেন, অপরাজিত আছেন ৫৫ রানে। এ দুজন গড়েছিলেন ১০৪ রানের জুটি।
ওপেনিংয়ে আবারও হতাশ করলেন সৌম্য। ছবি: শামসুল হকওপেনিংয়ে আবারও হতাশ করলেন সৌম্য।

মুমিনুল আজকে দুর্দান্ত খেলছেন। মাঠে নেমেই যেন নিজের প্রতিজ্ঞার প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৬১ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে সেটিই যেন পুষিয়ে দিতে নেমেছেন। এখনো পর্যন্ত মুমিনুলের ইনিংসটি নিখুঁত।
ইমরুল অবশ্য রাজ কপাল নিয়ে আজ চট্টগ্রামে খেলতে নেমেছেন। ৪০ রানের ইনিংসে তিনি একটি জীবন পেয়েছেন। শেষ রক্ষা করতে পারলেন না। অ্যামব্রিসকে শর্টলেগে যে ক্যাচটি দিলেন, সেটি বেশ দৃষ্টিকটুই লাগল। 
এই ম্যাচ দিয়ে টেস্ট আঙিনায় অভিষিক্ত হচ্ছেন স্পিনার নাঈম হাসান। দলে ফিরেছেন সৌম্য সরকার। লিটন দাস ও খালেদ আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন দুজন। আরিফুল হকের জায়গায় দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

সূত্র : প্রথম আলো।

সর্বাধিক পঠিত