হায়দরাবাদেই থাকছেন সাকিব
সাকিবকে গত মৌসুমে ছেড়ে দিয়ে হাত কামড়েছে কলকাতা। নতুন দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ পারফর্ম করেন তিনি। আর তাই হায়দরাবাদ সাকিবকে ছেড়ে দিয়ে কলকাতার মতো ভুল করতে চায় না। আইপিএলের আগামী আসরের জন্য ধরে রেখেছে তাকে।
১৭ ম্যাচে ব্যাট হাতে ২৩৯ রান, বল হাতে ১৪ উইকেট-আইপিএলের গেল আসরে হায়দরাবাদে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের পারফরম্যান্স ছিল বেশ ভালো। সেই পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট সানরাইজার্স কর্তৃপক্ষও। তবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আবারও উঠতে হবে আইপিএলের নিলামে। গত আসরে বেশ ঘটা করে দলে নিলেও এবার মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলে প্রথম সাত মৌসুম সাকিবের কেটেছে কলকাতা নাইট রাইডার্স দলে। তবে গত মৌসুমের আগে ঠিকানা বদলান এই অলরাউন্ডার। দুই কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। দ্রুতই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। ব্যাটে-বলে ভালো পারফর্ম করে দলের রানার্সআপ হওয়ার পেছনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তারই পুরস্কার হিসেবে এবারও তাকে ধরে রাখল সানরাইজার্স। আরেক বড় খবর হলো, বল টেম্পারিং-কাণ্ডে নিষেধাজ্ঞায় থাকা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকেও ধরে রেখেছে তারা।
মুস্তাফিজ মুম্বাইয়ে গিয়েছিলেন সানরাইজার্স থেকেই। ২০১৬ আইপিএলে সানরাইজার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন, ১৭ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান তারকা। কিন্তু ২.২ কোটি রুপিতে নতুন দল মুম্বাইয়ে গিয়ে সেই ধারাবাহিকতা একেবারেই ধরে রাখতে পারেননি ফিজ। সাত ম্যাচে পেয়েছিলেন মাত্র ৭ উইকেট, দলের অর্ধেক ম্যাচে তাকে বসেও থাকতে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য মুস্তাফিজের বিদেশি লিগ খেলতে না করছে।