• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১৭ বছর পর বিদেশে টেস্ট জয় জিম্বাবুয়ের

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৮, ১৮:৩০ | আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৮:৩১
স্পোটর্স নিউজ
প্রিন্ট

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে সফরকারী জিম্বাবুয়ে। চলতি বছর খেলা তাদের একমাত্র টেস্ট এটি। বছরের প্রথম টেস্ট খেলতে নেমেই জয় পেয়েছে তারা। এর আগে গেল বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে খেলেছিল মাসাকাদজারা। বাংলাদেশের বিপক্ষে এই জয়ে জিম্বাবুয়ে দীর্ঘ ১৭ বছর পরে বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেলে।

জিম্বাবুয়ের বিদেশের মাটিতে সর্বশেষ টেস্ট জয়টিও ছিল এই নভেম্বর মাসে। ২০০১ সালের নভেম্বরে জিতেছিল তারা। যেন-তেন জয় নয়। প্রতিপক্ষকে উড়িয়ে জিতেছিল জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে তুলেছিল ৫৪২ রান। প্রতিপক্ষকে প্রথম ইনিংসে ফেলেছিল ফলোঅনে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে প্রতিপক্ষ জিম্বাবুয়েকে দিতে পারে মোটে ১১ রানের লিড। জিম্বাবুয়ে জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে। আর জিম্বাবুয়ের ওই জয়টি ছিল বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশ তখন টেস্ট ক্রিকেটের নতুন সদস্য। টেস্টের সাদা জার্সি পরা শুরু করেছে কেবল দুই বছর। ওদিকে জিম্বাবুয়ের নয় বছরের পথচলা। তাদের দলে আছেন হিথ স্ট্রিক, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ড ফ্লাওয়াররা। তখন বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে এসে ওই জয় পায় জিম্বাবুয়ে। ২০০১ সালের ওই জয়টাই বিদেশের মাটিতে সর্বশেষ টেস্ট জয় ছিল জিম্বাবুয়ের। এরআগে ভারতের মাটিতে ১৯৯৯ সালে একটি জয় আছে জিম্বাবুয়ের। এছাড়া ঘরের মাঠে বাংলাদেশ-পাকিস্তানকে হারিয়েছে তারা। এবার বিদেশের মাটিতে পেলো ভুলতে বসা টেস্ট জয়ের স্বাদ। 

২০০১ সালের ওই টেস্টটি ছিল দুই টেস্টের সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে ড্র করে। কিন্তু খারাপ আবহাওয়ার সহায়তা না পেলে হার দেখছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে নাঈমুর রহমানের দল ১০৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে ৪৩১ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১২৫ রানে ৩ উইকেট হারায়। কিন্তু টেস্টটা শেষ পর্যন্ত ড্র ঘোষিত হয়। এরপর দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারে বাংলাদেশ। ওই টেস্ট সিরিজে অভিষেক হয় মাশরাফি বিন মর্তুজার।

সর্বাধিক পঠিত