মৌলভীবাজারে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা
সুনামগঞ্জের সাথে ২৫ রানে জয় পেয়েছে চাঁদপুর জেলা ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় মৌলভীবাজারে চলমান ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় ২য় ম্যাচেও জয় পেয়েছে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল। চাঁদপুর দলটি সুনামগঞ্জের সাথে ২৫ রানে জয় পেয়েছে। আর এ জয়ের ফলে চাঁদপুর জেলা দলটি এখন দ্বিতীয় রাউন্ডের অপেক্ষায়।
গতকাল ২ নভেম্বর শুক্রবার মৌলভীবাজার স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। টসে জয়লাভ করে সুনামগঞ্জ জেলা ক্রিকেট দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং চাঁদপুর জেলা দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়।
চাঁদপুর জেলা ক্রিকেট দল ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১শ’ ৭০ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন মারুফ হোসেন। এছাড়া আলাউদ্দিন ৩৬ ও তোফায়েল হোসেন ২৪ রান করেন। সুনামগঞ্জের পক্ষে বল হাতে সাইদুল ৩টি ও আমিনুল ২টি করে উইকেট নেন।
সুনামগঞ্জ জেলা ক্রিকেট দল ১শ’ ৭১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে ৪৭ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ১শ’ ৪৫ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন সাইদুল ৩০ রান ও জুবায়ের ২৫ রান। চাঁদপুরের পক্ষে বল হাতে সাকিবুল হাসান ৩টি ও রবিউল আউয়াল ২টি করে উইকেট নেন। চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল ২৫ রানে জয় পেয়ে মাঠ ছাড়ে।
চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড়রা হলো : রাকিবুল হাসান, মারুফ হোসেন, কামরুল হাসান, অনির্বান রায়, আলাউদ্দিন খান, তোফায়েল, সাইফুদ্দিন খান, জুদান আল সিয়াম, রবিউল আউয়াল, আঃ রহিম ও সাকিব হাসান। কোচ সোলেমান হোসেন ও টিম ম্যানেজার সৈয়দ শামিম ফারুকী।