ক্লাব কাপ লন-টেনিস টুর্নামেন্টের উদ্বোধন
জয় পেয়েছে শেখ মনির হোসেন-সফিউদ্দিন এবং ফারুক মৃধা-হারুন জুটি
চাঁদপুর ক্লাবে ‘ক্লাব কাপ লন-টেনিস টুর্নামেন্ট-২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সদস্য ফারুক মৃধার পৃষ্ঠপোষকতায় চাঁদপুর ক্লাবের লন-টেনিস গ্রাউন্ডে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার লন টেনিস টুর্নামেন্ট উপ-কমিটির সভাপতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রোটাঃ মোহাম্মদ আলী জিন্নাহ, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ফারুক মৃধা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী জহিরুল ইসলাম, লন টেনিস উপ-কমিটির সাধারণ সম্পাদক শরীফ মোঃ আশরাফুল হক।
টুর্নামেন্টের খেলোয়াড় শেখ মনির হোসেন বাবুলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন টেনিস খেলোয়াড় ও চাঁদপুরের জেল সুপার মাইনুদ্দিন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু নাসের বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর ক্লাব সদস্য মোঃ সুমন, সফিউদ্দিন আহমেদ, নূরুল আমিন খান আকাশ, বশির আহমেদ রিপনসহ টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড়গণ।
টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ তে রয়েছে ক্লাবের সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম ও ক্লাব সদস্য শরীফ মোঃ আশ্রাফুল হক, শেখ সজীব ও বশির আহমেদ রিপন এবং শেখ মনির হোসেন বাবুল ও সফিউদ্দিন আহমেদ। গ্রুপ ‘বি’-তে রয়েছে চাঁদপুরের নৌ পুলিশ সুপার জমসের আলী ও জেল সুপার মাঈনুদ্দিন হোসেন, ফারুক মৃধা ও বি এম হারুন-অর-রশিদ এবং প্রধান নির্বাহী সড়ক ও জনপথ বিভাগ এবং সেলিম আহমেদ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শেখ মনির হোসেন বাবুল ও সফিউদ্দিন আহমেদ জুটি, বশির আহমেদ রিপন ও শেখ সজীব, ফারুক মৃধা ও বিএম হারুন জুটি এবং জহিরুল ইসলাম ও সেলিম আহমেদ জুটি। প্রথম ম্যাচে শেখ মনির হোসেন বাবুল ও সফিউদ্দিন আহমেদ জুটির কাছে ৮-৫ সেটে হেরে যায় বশির আহমেদ রিপন ও শেখ সজিব জুটি এবং ২য় ম্যাচে জহিরুল ইসলাম ও সেলিম আহমেদ জুটিকে ৮-০ সেটে হারিয়েছে ফারুক মৃধা ও বিএম হারুনুর রশিদ জুটি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও ক্লাব সদস্য এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ খেলোয়াড়গণ। উদ্বোধনী খেলার শুরুতে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ফারুক মৃধা প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ সকল খেলোয়াড়দের হাতে খেলার জার্সি তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটা সমাজের প্রাণ হচ্ছে খেলাধুলা। যখনই কারো অনেক সমস্যা শুরু হয় তখনই খেলাধুলার প্রয়োজন হয়ে পড়ে। খেলাধুলায় মনোযোগী হলে সবকিছু ভুলে যাওয়া যায়।
তিনি তার বক্তব্যে আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নগুলোকে দেশের সকল মানুষকে নিয়ে বাস্তবায়িত করছেন, সেইভাবে চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিতে হবে।