• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা আড়াইটায়

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশ:  ২১ অক্টোবর ২০১৮, ১২:৪৬ | আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১২:৪৮
অনলাইন ডেস্ক
প্রিন্ট

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ‍মুখোমুখি হবে জিম্বাবুয়ে। আজ রবিবার (২১ অক্টোবর) মিরপুর শেরে ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

এই সিরিজে সাকিব-তামিমের মত দুই সিনিয়র ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে এ দুই তারকাকে ছাড়াই মাঠে নামবে মাশরাফি বাহিনী। শক্তির বিচারে পিছিয়ে থাকা জিম্বাবুয়েকে মোটেও হালকা ভাবে নিচ্ছেন না টিম বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এরই মধ্যে জিম্বাবুয়ে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম বারের মতো জায়গা পেয়েছেন ফজলে রাব্বি। সব মিলিয়ে একাদশে যে পরিবর্তন আসছে তা অনেকটাই নিশ্চিত।

আজকের ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে এশিয়া কাপে লোয়ার মিডেল অর্ডারে ব্যাট করা ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। তাছাড়া তিন নম্বরে যেহেতু সাকিব আল হাসান নেই, সেক্ষেত্রে মোহাম্মাদ মিথুনের উপরেই আস্থা রাখবে টিম ম্যানেজম্যান্ট। আর চার নম্বরেই থাকবেন মুশফিকুর রহিম।

জিম্বাবুয়ের বিপক্ষে ৬৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে ৪১টি ম্যাচ জিতেছে টাইগাররা, বাকিগুলো জিতেছে জিম্বাবুয়ে।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, ফজলে রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

সর্বাধিক পঠিত