৩০ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার ফজলে মাহমুদ
'জাতীয় দল নিয়ে ভাবিনি, খেলা নিয়ে ভেবেছি'
তিরিশ বছর বয়সে বাংলাদেশের জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটারের সংখ্যা কমই।
তবে সেই রেকর্ডে নতুন নাম হিসেবে আসছেন ফজলে মাহমুদ রাব্বি।
২০০৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষিক্ত এই ক্রিকেটার সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন।
তবে যেখানে বাংলাদেশে ১৯ থেকে ২৫ বছর বয়সের মধ্যে স্বভাবত একজন ক্রিকেটারের অভিষেক হয়ে যায়, সেখানে কি রাব্বি কখনো ভেবেছেন যে ৩০ বছর বয়েসে জাতীয় দলে ডাক পাবেন?
না, তিনি ভাবেন নি।
বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "একটা সময় আর জাতীয় দলের নিয়ে ভাবিনি, শুধু খেলা নিয়ে ভেবেছি। আমি প্রফেশনার ক্রিকেটার সেভাবেই ভেবেছি।"
মূলত ফিটনেস লেভেল নিয়ে ভাবাটাকেই চাবিকাঠি বলছেন ফজলে রাব্বি।
তিনি বলেন, "আগে ক্রিকেটাররা এতো ভাবতো না, এখন ফিটনেস নিয়ে সবাই সচেতন। আমার মনে হয় এমন বয়সী আরো ক্রিকেটার সুযোগ পেতে পারে।"
তবে এই ডাক পাওয়াতে তার ওপর প্রত্যাশাও মানুষের বেশি থাকবে বলে জানান ফজলে রাব্বি।
ঢাকা প্রিমিয়ার লিগেও সেরা রান সংগ্রাহকদের তালিকায় তার নাম ছিল।
প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে দুই সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৭০৮ রান তোলেন ফজলে রাব্বি।
জাতীয় লিগের প্রথম রাউন্ডে বরিশালের হয়ে খেলেন ১৯৫ রানের ইনিংস।
তবে রাব্বির মতে এসব পারফরমেন্স ছাপিয়ে মূলত 'এ' দলের হয়ে তার পারফরমেন্সের কারণে ওয়ানডে দলে ডাক পান তিনি।
"আমার নিজের ক্যারিয়ারের জন্য কাজে দিয়েছে এ দলের খেলা, বাদবাকি গুলো ছিল সহযোগী। তবে আয়ারল্যান্ড সফর খুব উপকারে দিয়েছে।"
বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সী অভিষিক্ত ক্রিকেটার কারা
২০১৭ সালে নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছিল শুভাশিস রায়ের।
২০০১ সালের পর টেস্ট ক্রিকেটে অভিষিক্ত ক্রিকেটারদের মধ্যেও শুভাশিষ সবচেয়ে বেশি বয়সী।
২৮ বছর বয়সী সেই শুভাশিস রায় টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সবচেয়ে বেশি বয়সে ওয়ানডেতে অভিষিক্ত বাংলাদেশি।
টেস্ট অভিষেক হওয়ার সময় শুভাশিসের বয়স ছিল ২৮ বছর ৪৪ দিন।
তবে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক এনামুল হক মনির।
২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলা মনিরের বয়স ছিল ৩৫ বছর ৫৮ দিন।
ওয়ানডে ক্রিকেটে জাহাঙ্গীর শাহ বাদশা ১৯৮৬ সালে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার ছিলেন।
সেদিন তার বয়স ছিল ৩৬ বছর ২৫৫ দিন।