মুন্সীরহাটে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
মতলব মুন্সীরহাটে মাদকবিরোধী ও বাল্যবিবাহ প্রতিরোধ মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মুন্সীরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ফারুক গাজীর গাজী বাড়ি ফ্রেন্ডস্ ক্লাব ও ফ্রেন্ডস্ ক্লাব-২। মুন্সীরহাট স্টুডেন্ট ক্লাবের আয়োজনে খেলায় ফ্রেন্ডস্ ক্লাবকে গাজী বাড়ি ফ্রেন্ডস্ ক্লাব ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার বিকেলে খেলা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান। হাইস্কুলের প্রধান শিক্ষক ছাখাওয়াত উল্লার সভাপ্রধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তফা গাজী, মাহবুব মুন্না, যুবলীগ নেতা নাইমুল খান, জহির মিজিসহ অন্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।
টুর্নামেন্টে স্থানীয় ১৬টি দল অংশ নেয়। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন ফারুক গাজী, সাইফুল, সৌরভ গাজী, হোসেন হাজরা, শুভ, রাসেদ, ফারুক, সাহাবুদ্দিন গাজীসহ স্টুডেন্ট ক্লাবের অন্য কর্মকর্তাগণ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারী রাসেল গাজী।