৯৯ রানে আফসোসের আউট মুশফিক
দলের বিপদে শক্ত হাতে দলের হাল ধরা মুশফিকুর রহিম। ৪২তম ওভারের চতুর্থ বলে শাহিন শাহ আফ্রিদীর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ১ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরে গেছেন মুশি। ৯৯ রানে ফিরলেন তিনি।
এর আগে দলীয় ১২ রানে তিন উইকেট হারানোর পর মুশফিক-মিঠুনের হার না মানা ১৪৪ রানের জুটি ভাঙেন পাকিস্তানি পেসার হাসান আলী। ইনিংসের ৩৪তম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৮৪ বলে ব্যক্তিগত ৬০ রান করে সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
টসে জিতে ব্যাট করতে নেমে তিন ওভারের মাথায় দলীয় ১২ রানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তখনই ব্যাট হাতে পাকি বোলারদের সামনে প্রতিরোধ গড়েন মুশফিক ও মিঠুন।
ইনিংসের শুরুতেই কোনও রান না করে সাজঘরে ফিরেন দীর্ঘদিন পর ওয়ানডে দলে ডাক পাওয়া সৌম্য সরকার। আগের ম্যাচে ৪১ রান করা লিটন এদিন ১৬ বলে মাত্র ৬ রান করে জুনায়েদ খানের দ্বিতীয় শিকার হন।
ভরসা ছিল অভিজ্ঞ মুমিনুল হকের ওপর। সাকিবের ইনজুরিতে একাদশে জায়গা পাওয়া মুমিনুলও আস্থার প্রতিদান দিতে পারেননি। শাহীন শাহ আফ্রিদির বলে সরাসরি বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ৫ বলে ৪ রান।
এর পরই শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৪ রানের জুটি গড়া মুশফিক-মিঠুন ব্যাট হাতে দলকে গভীর খাদ থেকে তুলে আনতে থাকেন। শেষ পর্যন্ত তাদের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভার শেষে ৭ উইকেটে ২২১ রান। মাহমুদউল্লাহ ১৫ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন মাশরাফি।