জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
টুর্নামেন্ট ও লীগে স্থানীয় খেলোয়াড়দেরকে প্রাধান্য দিতে হবে বেশি : পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আসন্ন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র রায়, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সালাউদ্দিন শান্ত, হেলাল হোসাইন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তপন চন্দ, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নোমান, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্জাহান তালুকদার, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র সেন, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, নাজিরপাড়া ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক শরীফ মোঃ আশ্রাফুল হক, বিষ্ণুদী ক্লাবের প্রতিনিধি মোঃ জগলুসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ।
মতবিনিময়কালে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট সফল ও প্রাণবন্ত করতে সংশ্লি¬ষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে ও লীগে স্থানীয় খেলোয়াড়দেরকে বেশি প্রাধান্য দিতে হবে। আমাদের উদ্দেশ্য থাকতে হবে এখান থেকে ভালো খেলোয়াড় বাছাই করে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ সৃষ্টি করে চাঁদপুরের সুনাম বয়ে আনা।
পুলিশ সুপার বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার পাশাপাশি ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সারাদেশে তৃণমূল পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় তৃণমূলের অনেক প্রতিভাবান খেলোয়াড় খেলার সুযোগ পাচ্ছে। এতে জেলা থেকে অনেক ফুটবলার সৃষ্টি হবে।
সভায় ১৮তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া প্রত্যেকটি দলে জেলার বাইরের তিনজন খেলোয়াড় অংশ নিতে পারবে।
অপরদিকে আসন্ন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর জেলা দল গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভার শুরুতে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।