এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই কেউ না কেউ দেশের বড় কিছু অর্জনে অবদান রাখবে : ডাঃ দীপু মনি এমপি
চাঁদপুর সদর উপজলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ এমএম নূরুল হক উচ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযাগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা এখন আর পিছিয়ে নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশের কাতারে রয়েছি। আমাদের এ এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া এদেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। শিক্ষার মাধ্যমে দেশের আনাচে-কানাচে উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকহারে সহায়তা করছে। দেশপ্রেমিক ও সৎ-আদর্শবান শিক্ষার্থীদের মাধ্যমে দেশের উন্নয়ন দ্রুত করা সম্ভব।
ডাঃ দীপু মনি আরো বলেন, আজকে যারা এখানকার শিক্ষার্থী, তোমাদের মধ্য থেকেই কেউ না কেউ দেশের বড় কিছু অর্জনে অবদান রাখবে। আমরা যদি মানুষ হিসেবে একে অপরকে সহযোগিতা করি, তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। সে সাথে আমরা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবো। বার্ষিক এ ক্রীড়া অনুষ্ঠানে যে শিক্ষার্থীরা গানে গানে আমার কাছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে যে সকল দাবি-দাওয়া উত্থাপন করেছো, আমি ইনশাল্লাহ সকল কিছু পূরণ করে দেয়ার চেষ্টা করবো। এখানে খুব দ্রুত একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও কম্পিউটার ল্যাব করে দেয়া হবে।
তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন ধারবাহিকতা রাখতে হলে আমাদেরকে পুনরায় এ সরকারকে ক্ষমতায় আনতে হবে। ছোটখাট ভালো কাজ থেকে অনেক বড় কিছু অর্জন করা সম্ভব। তোমরা মাদক, সন্ত্রাস থেকে দূরে থেকে পড়াশোনা ও খেলাধুলায় মন দেবে। তোমাদের মধ্য থেকেই নেতৃত্ব দেয়ার কেউ বেরিয়ে আসবে। তাই এখন থেকে সকলে মিলেমিশে কাজ করবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ মনজুরুল হক শোয়েবের সভাপতিত্বে এবং আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার ও বিদ্যালয়ের শিক্ষক আলী আহসানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শহীদ উল্লাহ মাস্টার, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ¦ এমএম নূরুল হক, প্রতিষ্ঠাতা সদস্য ও মনজুরা ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ মনজুরা হক ও আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সহধর্মিণী বিশিষ্ট লেখক জেসমিন মুন্নী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আঃ আজিজ খান বাদল, তরপুরচ-ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, চাঁদখাঁর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহাদাত খান, সাধারণ সম্পাদক মোঃ কাশিম গাজী, ম্যানেজিং কমিটির সদস্য বাবুল পাটওয়ারী, জাফর আহমেদ খানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষর্থী।