• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশ:  ৩০ আগস্ট ২০১৮, ১২:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭-এর সকল প্রস্তুতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে। এ খেলা আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করার লক্ষ্যে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়নভিত্তিক খেলোয়াড় বাছাই ও তালিকা প্রেরণের জন্য প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে ১৮ জন খেলোয়াড়ের তালিকা আজ ৩০ আগস্টের মধ্যে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিবের কাছে দাখিল করার জন্য পৌর মেয়র, ইউনিয়নের চেয়ারম্যানদেরকে অনুরোধ জানানো হয়েছে। খেলোয়াড়দের বয়স নির্ধারণের ক্ষেত্রে ছবিসহ জন্মনিবন্ধন সনদ/জেএসসি ও পিইসি পরীক্ষার সনদ দাখিল করতে হবে। লটারীর মাধ্যমে নকাউট পদ্ধতিতে খেলার ফিকচার নির্ধারণ করা হয়। প্রথম পর্বে ক গ্রুপ নায়েরগাঁও উত্তর ও উপাদী উত্তর ইউনিয়ন, খ গ্রুপে পৌরসভা বাই, গ গ্রুপে খাদেরগাঁও ও নারায়ণপুর ইউনিয়ন, ঘ গ্রুপে নায়েরগাঁও দক্ষিণ ও উপাদী দক্ষিণ ইউনিয়ন, ঙ গ্রুপে সেমিফাইনালে বিজয়ী ক বনাম পৌরসভা, চ গ্রুপে বিজয়ী গ বনাম বিজয়ী ঘ, ফাইনাল খেলা বিজয়ী ঙ বনাম বিজয়ী চ। খেলায় মাধ্যমিক পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্রীড়া ক্লাবের সদস্যদেরকে দল গঠন করতে হবে। ১৮ জন খেলোয়াড়, ১ জন কর্মকর্তা ও ১ জন কোচ। টুর্নামেন্টের সকল খেলা নকাউট পদ্ধতিতে পরিচালিত হবে। এ খেলা বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক টিমের জন্য আলাদা আলাদা জার্সি, শৃঙ্খলা উপ-কমিটি, আইনশৃঙ্খলা টিম গঠন, মেডিকেল টিম গঠন, ম্যাচ কমিশনার ও মিডিয়া কমিটি গঠন করা হয়েছে। টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম।
   

সর্বাধিক পঠিত