পাকিস্তানকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ
প্রকাশ: ১০ আগস্ট ২০১৮, ০১:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
গতবছর ঘরের মাটিতে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশ। এবারও শিরোপার দাবিদার গত আসরের দুই ফাইনালিস্ট।
ভুটানের থিম্পুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। পরের ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমবারের মতো অংশ নেয়া পাকিস্তানের জলে গুনে গুনে ১৪টি গোল দিয়েছে তহুরা, মারিয়ারা।
পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে ভারতে বার্তা দিয়ে রাখলো বাংলার মেয়েরা। শামছুন্নাহার একাই করেছেন ৫ গোল। এছাড়া দুটি করে গোল করেছেন তহুরা খাতুন, সাজেদা খুতুন এবং আনাই মোগিনী। বাকি তিনটি গোল এসেছে মানিকা চাকমা, মারিয়া মান্ডা এবং আখি খাতুনের পা থেকে।