• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ পাবলো আইমার

প্রকাশ:  ০৪ আগস্ট ২০১৮, ১০:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আর্জেন্টিনা দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক তারকা খেলোয়াড় পাবলো আইমার। সঙ্গে আছেন লিওনেল স্কালোনি। এই দুইজনের অধীনে সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। আইমারের মাঝে এক সময় দিয়েগো ম্যারডোনার ছায়া খুঁজে পেতেন আর্জেন্টাইন সর্মথকরা। লিওনেল মেসির সঙ্গে খেলেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

২০০৯ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তিনি। গত বছর থেকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্বে আছেন ৩৮ বছর বয়সী আইমার। এবার পেলেন সিনিয়র দলের দায়িত্ব। আর্জেন্টিনা অ-২০ দলের কোচ স্কালোনি জর্জ সাম্পাওলির কোচিং স্টাফের সদস্য ছিলেন। বিশ্বকাপ ব্যর্থতার পর গত মাসে এএফএ’র সঙ্গে পারস্পরিক সমঝোতায় সরে দাঁড়ান সাম্পাওলি। যুক্তরাষ্ট্রে আগামী মাসে গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে (৭ ও ১১ সেপ্টেম্বর) দুইটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। অক্টোবরে ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তিনটি প্রীতি ম্যাচের সূচির মধ্যেই স্থায়ী কোচের নাম চূড়ান্ত করার লক্ষ্য এএফএ’র। 

সর্বাধিক পঠিত