• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

২০২২ বিশ্বকাপের জন্য দ্রুত গতিতে প্রস্তুত হচ্ছে কাতার

প্রকাশ:  ২৮ জুলাই ২০১৮, ২০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২০২২ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কাতার। তাই দেশটিতে দ্রুত গতিতে চলছে খেলার মাঠসহ বিভিন্ন নির্মাণ কাজ।  একের পর এক অত্যাধুনিক পরিকল্পনা নিয়ে কাতার এগিয়ে চলেছে বিশ্বকে একটা সেরা বিশ্বকাপ উপহার দিতে৷ যারা ফিফা`র সিদ্ধান্তের সমালোচনা করেছিলো তাদের সমালোচনার জবাব দেওয়ার জন্য তারা এই চেষ্টা করে যাচ্ছে।

 

স্টেডিয়াম ছাড়াও বিশ্বকাপ উপলক্ষে সেখানে নির্মিত হচ্ছে নতুন নতুন সড়ক, হোটেল, জাদুঘর এমনকি নতুন শহরও। এ জন্য ব্যয় হচ্ছে আনুমানিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার।

 

 

দোহায় প্রথমবারের মতো স্থাপন হচ্ছে মেট্রো সিস্টেম। ৩৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যায়ের যোগাযোগ ব্যবস্থা চালু হবে ২০১৯ সালের মধ্যেই।

 

২০২২ বিশ্বকাপ উপলক্ষে ১৫ লাখ দর্শক কাতার সফর করবে বলে আশা করছে আয়োজকরা।

 

তাদের আবাসনের জন্য থাকবে বাসা বাড়ি কেন্দ্রিক হোটেল, এয়ার বিএনবি প্রপার্টিস, তাবু এবং ১২ হাজার ভাসমান জাহাজ।

 

২০২২ সালের বিশ্বকাপ শুরু হতে এখনো চার বছর বাকি। ভেন্যু নির্মাণ ও সংস্কারসহ বড়সড় অবকাঠামো নির্মাণের কাজেই বেশি মনোযোগ দিয়ে রেখেছে আয়োজক দেশ কাতার।

 

ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হচ্ছে ১২টি স্টেডিয়াম। প্রত্যেকটি স্টেডিয়াম হবে শীতাতপ নিয়ন্ত্রিত।

এরই মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটি।

ইতোমধ্যে সেটি উন্মুক্তও করে দেওয়া হয়েছে এবং আমিরকাপ সমাপনী খেলাও হয়েছে ওই স্টেডিয়ামে। যেখানে আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ।

চলতি বছরের মধ্যেই আল ওয়াকারাহ এবং আল বায়েত স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

যেভাবে দ্রুতগতিতে কাজ চলছে এভাবে চললে নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

সর্বাধিক পঠিত