উরুগুয়েকে হারিয়ে সেমিতে ফ্রান্স
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। দলের হয়ে গোল দুটি করেন ভারান ও গ্রিজম্যান।
আজ খেলার ১৫তম মিনিটে এগিয়ে যেতে পারতো ফ্রান্স। কিন্তু এমবাপ্পের হেডে বল ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়। ৩৫তম মিনিটে উরুগুয়ের সামনেও দারুণ একটি সুযোগ এসেছিল। কিন্তু ভেসিনোর শটটি ঠেকিয়ে দেন গোলরক্ষক। অবশেষে খেলার ৪০ মিনিটে প্রথম গোলের দেখা মিলে ফ্রান্সের। ভারানের দারুণ গোলে এগিয়ে যায় তারা।
৪৪তম মিনিটে ম্যাচে সমতা আনতে পারতো উরুগুয়ে। কিন্তু ক্যাকেরেসের দুর্দান্ত হেডে বল জাল খুঁজে পেতে চলেছিল। কিন্তু ফরাসি গোলরক্ষক হুগো লরিস ডান দিকে ডাইভ দিয়ে অসাধারণ দক্ষতায় বলটি ঠেকিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের ম্যাচের ৬১ মিনিটে ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যানের এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। ডি-বক্সের বাইরে বা প্রান্ত থেকে গ্রিজম্যানের জোরালো শট ঠেকাতে গিয়ে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার হাতে লেগে বল জালে ঢুকে যায়। যদিও বলটা তার বরাবরই মেরেছিলেন গ্রিজম্যান। খেলার বাকি সময়ে আর গোল না হওয়ায় কোয়ার্টার থেকে বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে।