রিয়ালের সামনে চলতি বছর পঞ্চম শিরোপার হাতছানি
আবুধাবিতে চলমান ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা ঘরে তুলতে পারলে ২০১৭ সালে পঞ্চম শিরোপার দেখা পাবে রিয়াল মাদ্রিদ। আর এই শিরোপা জয় তাদের ক্লাব ইতিহাসে সবচেয়ে সফল বছরের স্বীকৃতিও উপহার দেবে। ইতোমধ্যেই ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আল-জাজিরার মোকাবেলা করতে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে রিয়াল।
চলতি বছর এপ্রিল থেকে আগস্টের মধ্যে এই চারমাসে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা ও স্প্যানিশ সুপার কাপ জিতে রিয়াল মাদ্রিদ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। কিন্তু তারপর থেকেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না। এর পেছনে অবশ্য ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে খেলোয়াড়দের ব্যস্ত সূচিকেই দায়ী করা হচ্ছে।
লা লিগায় বর্তমানে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে আট পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে টটেনহ্যামের কাছে হেরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। শেষ ১৬-তে মাদ্রিদের প্রতিপক্ষ ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেই। শনিবার লা লিগায় সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে মাদ্রিদ।
সূত্রঃ ইত্তেফাক