ষড়যন্ত্রের বিচার আল্লাহতায়ালাই করবেন
বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। সে ম্যাচ শেষ হয়ে গেলেও এখনো হার মেনে নিতে পারেন নি দলটির চেয়ারপার্সন ও ক্রীড়া সংগঠক নাফিসা কামাল। কুমিল্লার হারের পেছনে তিনি ষড়যন্ত্র হয়েছে বলেই মনে করছেন।
মঙ্গলবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে নাফিসা কামাল মন্তব্য করেন, ‘ষড়যন্ত্রের বিচার আল্লাহতায়ালাই করবেন।’
আর এই ‘ষড়যন্ত্র’ সূত্রপাত হয় ম্যাচের প্রথম দিন রবিবার। সেদিন বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। তবে সন্ধ্যায় ম্যাচ যখন শুরু হয় তখন বৃষ্টি ছিল না। আগে ব্যাটিং করা রংপুর ৭ ওভারে তুলে ফেলে ১ উইকেটে ৫৫ রান। এরপরই শুরু বৃষ্টি। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে খেলা বন্ধ হওয়ার পর নির্ধারিত সময় সাড়ে নয়টার মধ্যেও শুরু করা যায়নি খেলা।
সূত্রঃ ইত্তেফাক