• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেসি নয় ফুটবলই মেসিকে নিয়ে গেছে বিশ্বকাপে :‌ সাম্পাউলি

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১৩:১২
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

সকল সমীকরণকে পিছু ফেলে অবশেষে সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিল আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিক, আর সেই সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিট।

সব মিলিয়ে আনন্দ আর উচ্ছ্বাসে ভাসছে পুরো ফুটবল বিশ্ব। তবে ইকুয়েডরের বিপক্ষে ভাগ্য নির্ধারণী এ ম্যাচের আগে শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন আর্জেন্টিনা কোচ সাম্পাউলি। আর সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছেন ফুটবলের 'জাদুকর' মেসি।   

কোচ সাম্পাওলিও লুকিয়ে রাখতে পারলেন না মেসির কীর্তিকে। তিনি বলেন, ‘‌জানেন, ছেলেদের কী বলেছি?‌ মেসি আমাদের বিশ্বকাপে নিয়ে যায়নি, ফুটবলই মেসিকে নিয়ে গেছে বিশ্বকাপে। আমরা লাকি, বিশ্বের সেরা ফুটবলার মেসির দেশ আর্জেন্টিনা।  

তিনি আরও বলেন, "ফুটবল বলুন আর বিশ্বকাপ, মেসি ছাড়া কল্পনাই করা যায় না। আমাদের একথা মাথায় নিয়েই খেলতে নামতে হয়েছিল। এই যোগ্যতা পর্ব, এই ভয়ঙ্কর চাপ আমার দলকে আরও শক্তিশালী করে দিয়ে গেল। বিশ্বকাপে মেসিকে সাহায্য করার আরও একবার সুযোগ পাব আমরা। সেই সুযোগটা ষোলো আনা কাজে লাগাতে চায় ফুটবলাররা।"‌ ‌‌

সর্বাধিক পঠিত