• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কার দিকে দুবাই টেস্ট

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১২:১৬
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দুবাই টেস্ট জমে উঠেছে। রোমাঞ্চের দোলায় দুলছে ম্যাচটি।

কখনও হেলে যাচ্ছে শ্রীলঙ্কার দিকে কখনও লাগাম ধরছে পাকিস্তান। কয়েক দফায় লাগামের হাতবদল হয়ে শেষ দিনে ম্যাচ দাঁড়িয়ে শেষ রোমাঞ্চের অপেক্ষায়। শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের চাই ১১৯ রান, শ্রীলঙ্কার প্রয়োজন ৫ উইকেট। এই ম্যাচে শেষ হাসি হাসতে পারে দুদলের যে কেউ।

প্রথম ইনিংসে ২২০ রানে পিছিয়ে ছিল পাকিস্তান। তৃতীয় দিন বিকেলে ৩৪ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। সোমবার চতুর্থ দিনে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৯৬ রানে। পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩১৭। সেই রান তাড়ায় ৫২ রানেই পাকিস্তান হারায় ৫ উইকেট। অমন বিপর্যয়ের পর অসাধারণ এক জুটি গড়েন আসাদ শফিক ও সরফরাজ আহমেদ। চতুর্থ দিনে আর উইকেট হারায়নি পাকিস্তান। ধ্বংসস্তুপ থেকে জাগিয়েছে জয়ের সম্ভাবনা।

শফিক দিন শেষে অপরাজিত ১৪১ বলে ৮৬ রানে। অধিনায়ক সরফরাজের ব্যাটে এসেছে অপরজিত ৫৭। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ১৪৬। তবে একটি উইকেট ঘুরিয়ে দিতে পারে মোড়। নতুন দিনে শ্রীলঙ্কা শুরু করবে নতুন আশায়।

সর্বাধিক পঠিত