• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আর্জেন্টিনাকে বিশ্বকাপে চায় না ম্যারাডোনার সমর্থকরা

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১২:০০
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

আগামী ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ ফুটবলের আসর। আর সেই আসরের টিকিট এখনো নিশ্চিত হয়নি লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার।

টানা তিন ম্যাচে ড্রয়ের পর পয়েন্ট টেবিলে নাজুক অবস্থানে মেসিরা। প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা সে শঙ্কায় সমর্থকরা।  

এরই মধ্যে মেসিদের কাটা গাঁয়ে নুনের ছিটা দিচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সমর্থকরা। তারা চায় মেসির আর্জেন্টিনা বিশ্বকাপে না উঠুক, এমন দাবি ১৯৭৮ সালের বিশ্বকাপ জেতা সাবেক ফরোয়ার্ড মারিও কেম্পেসের। মঙ্গলবার কিটোয় ইকুয়েডরের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে আর্জেন্টিনা।

বিশ্বকাপে যেতে হলে বাছাইপর্বের শেষ ম্যাচটি তাদের জিততেই হবে, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। হোর্হে সাম্পাওলির দল বর্তমানে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। কেম্পেসের মতে, রাশিয়া বিশ্বকাপে মেসিকে না দেখা গেলে সেটা হবে ‘বিপর্যয়’।

সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিশ্বাস, এতে ম্যারাডোনার পর্যায়ে মেসি যে কখনও পৌঁছতে পারেননি সেই দাবি আরও জোরালো হবে।

সুপার দেপোর্তিভো রেদিও দি সান্তা ফে’কে কেম্পেস বলেছেন, ‘আর্জেন্টিনা ও মেসিকে ছাড়া বিশ্বকাপ হবে বিপর্যয়। মেসি বিশ্বকাপে যেতে না পারলে শুধু তারাই খুশি হবে যারা ম্যারাডোনা ভক্ত। কারণ তারা বলতে পারবে যে, সে-ই সেরা।’ আর্জেন্টিনার বর্তমান দলে মানসিক সমস্যা থাকার দাবি প্রত্যাখ্যান করেছেন কেম্পেস।

সর্বাধিক পঠিত