প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেল আইসল্যান্ড
বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে আইসল্যান্ড। সোমবার রাতে কসোভোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে দলটি। একই দিনে বিশ্বকাপের টিকিট পেয়েছে সার্বিয়াও।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে যাওয়ার জন্য যোগ্যতা অর্জনের লড়াইয়ে বাছাইপর্বের শেষ রাউন্ডের খেলায় কসোভোকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে আইসল্যান্ড। ফলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা যোগ্যতা অর্জন করে দলটি। ১০ ম্যাচ খেলে সাত জয় ও এক ড্রয়ে আইসল্যান্ডের পয়েন্ট ২২।
অপরদিকে জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে সরাসরি ২০১৮ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে সার্বিয়া। ছয় জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ২১।
তবে বিশ্বকাপ খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের। কেননা তার দল ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। পাঁচ জয় ও চার ড্রয়ে আয়ারল্যান্ডের পয়েন্ট ১৯।
প্রসঙ্গত, ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট।