• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেসির জন্য ৩৫৭ মিলিয়ন পাউন্ড রেডি আছে!

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৮:৪১
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

ব্রাজিল সুপারস্টার নেইমারের বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয় লিওনেল মেসিকে নিয়ে। কোন কোনো আন্তর্জাতিক মিডিয়া তো বলেই দিয়েছিল যে, মেসিকে বিপুল অর্থের বিনিময়ে কিনে নিচ্ছে তার গুরু পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। কিন্তু মেসি কখনই এমনটা বলেননি; বার্সারও কোনো ইচ্ছে নেই দলের এই সর্বকালের সেরা তারকাকে ছেড়ে দেওয়ার। কিন্তু সম্প্রতি নতুন এক খবরে আবারও আলোড়ন সৃষ্টি হয়েছে ফুটবল অঙ্গনে।

স্প্যানিশ মিডিয়াগুলো বলছে, আর্জেন্টাইন ফুটবল জাদুকরের জন্য ৩৫৭ মিলিয়ন পাউন্ড রেডি করে রেখেছে ম্যান সিটি! আগামী শীতেই নাকি মেসিকে দলে ভেড়াতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ জায়ান্টরা। এই মৌসুমের শেষেই আর্জেন্টিনার অধিনায়ক ও বার্সার প্রাণভোমরা মেসি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। ন্যু ক্যাম্পের কাতালান ক্লাবটির সাথে নতুন চুক্তিতে এখনো একমত হননি। চুক্তি বাড়ানোর কাগজে সই করেননি মেসি। তাই বেশ আশায় আছে গার্দিওলার দল।

মেসি যদি সত্য সত্য ৩৫৭ মিলিয় পাউন্ডে ম্যান সিটিতে যায়, তবে ভেঙে যাবে নেইমারের ট্রান্সফার রেকর্ড। নেইমারকে বার্সেলোনা থেকে কিনে নিতে পিএসজি ২২২ মিলিয়ন ইউরো (১৯৫ মিলিয়ন পাউন্ড) ব্যয় করেছে।

ম্যান সিটি ১৬২ মিলিয়ন বেশি অফার করছে। এদিকে স্প্যানিশ গণমাধ্যমটি জানিয়েছে, মেসির কাছের মানুষদের সঙ্গে নাকি আলোচনা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। অন্যদিকে বার্সেলোনা কয়েকদিন আগে ইনিয়েস্তার সঙ্গে আজীবনের চুক্তি করেছে। একই চুক্তি তারা মেসির সঙ্গে করতে মুখিয়ে আছে!

সর্বাধিক পঠিত