• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফুটবল ছেড়ে টেকবলে ব্যস্ত নেইমার-জেসুসরা

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৫:০৯
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

বাছাই পর্বে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তাই শেষ ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে থাকা নেইমার-জেসুসরা ফুটবল ছেড়ে মেতে উঠলেন টেকবল বা হেড টেনিস খেলায়।

টেকবল অনেকটা টেবিল টেনিসের মতই। কোর্টের মাঝখানে নেট আছে। তবে টেকবল বা হেড টেনিসের কোর্ট একটু আলাদা, দু’পাশেই ঢালু। খেলার নিয়মটাও বেশ সহজ। হাত ব্যতিত শরীরের যেকোনো অংশ ব্যবহার করে ফুটবলকে এপাশ থেকে ওপাশে পাঠাতে পারেন ফুটবলাররা।

এই খেলায় নেইমারের সঙ্গী ছিলেন দানি আলভেজ, ফিলিপে কুটিনহো ও গ্যাব্রিয়েল জেসুস। দুই দলে ভাগ হয়ে তারা মেতে উঠেন হেড টেনিসে। প্রথমবার একই দলে ছিলেন কুটিনহো ও নেইমার। অন্য দলে আলভেজ ও জেসুস। দ্বিতীয় সেটে নেইমারের সঙ্গী আলভেজ। খেলা শেষে নেইমারের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন আলভেজ-কুটিনহোরা।

উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে  ব্রাজিল নিজেদের শেষ ম্যাচ খেলবে। সাও পাওলোতে চিলিয়ানদের আথিতেয়তা দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বাধিক পঠিত